Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুণীকে ফিল্মি স্টাইলে অপহরণ করার সময় সাবেক প্রেমিকসহ আটক ৪

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ১০:০৩ এএম

জয়পুরহাটে এক তরুণীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় সাবেক প্রেমিকসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব। বুধবার (২৫ জানুয়ারি) শহরের পাঁচুরমোড় এলাকায় প্রাইভেটকার থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ভুক্তভোগীকে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম খন্ডিকরপাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে অপহরনের হোতা আব্দুল্লাহ আল মাসুম (২২), শিবরাম এলাকার মৃত আলম মিয়ার ছেলে ওবায়দুল ইসলাম (২৬), সাদেক নগর এলাকার মো. ইসলামের ছেলে ময়নুল হক (২৩) ও একই এলাকার আমিনুল ইসলামের ছেলে সোহেল রানা (২২)।

র‍্যাব জানায়, অপহরণকারীরা ভুক্তভোগীকে অপহরণের উদ্দেশে লালমনিরহাট থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে নিয়ে জয়পুরহাটে যায়। এরপর চক্রের মূলহোতা ভিকটিমের সাবেক প্রেমিক ও তার তিন সহযোগী ভিকটিমকে জোরপূর্বক ভাড়া করা সেই প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের দায়িত্বরত এফএস সদস্য পাম্পে বাইকের জ্বালানি তেল নিতে যাওয়ার সময় বিষয়টি লক্ষ্য করে এবং কোম্পানি অধিনায়ককে বিষয়টি অবহিত করলে র‍্যাবের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহরণকারী চক্রের হোতাসহ ৪ সদস্যকে আটক ও ভিকটিমকে উদ্ধার করে।

র‍্যাব-৫’র জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মোস্তফা জামান জানান, অপহরণকারী সদস্যদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা ভিকটিমকে বিয়ে করার উদ্দেশে তাকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন লালমনিরহাটে। আটকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও কমান্ডার জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণকারী গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ