Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৪৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১২:২৫ পিএম

চীনে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯০ জন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার (২১ মার্চ) ইয়ানচেংয়ে স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে এই বিস্ফোরণ হয়। তিয়ানজিয়াই কেমিক্যাল নামের একটি প্রতিষ্ঠান কারখানাটি পরিচালনা করতো।

জানা গেছে, সার উৎপাদনকারী একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, আগুন ছড়িয়ে পড়ছে। কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গেছে।

চীনের ভূমিকম্প কর্তৃপক্ষ জানিয়েছে বিস্ফোরণের সময় রিখটার স্কেলে ২ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিলো যে কারখানার ভবন ধসে আটকা পড়েন অনেক শ্রমিক।

প্রদেশটির কর্তৃপক্ষ বলছে, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রদেশের বিভিন্ন জায়গা থেকে ফায়ার সার্ভিস কর্মীদের আনা হয়েছে।

দুর্বল প্রশাসনিক অবকাঠামো ও ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে চীনে রাসায়নিক কারখানা ও খনিতে প্রায়ই বিস্ফোরণ ঘটে।

২০১৫ সালে উত্তর চীনের তিয়ানজিন বন্দরে দু’টি ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৬০ জন নিহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ