Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে দিনদুপুরে প্রবাসীর বাড়িতে বিস্ফোরণ, হামলা!

স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ৬:২৯ পিএম

সিলেট নগরীতে আমেরিকা প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ১০/১২ জনের হামলাকারীরা গুলিও ছুঁড়েছে বলে অভিযোগ করেছেন বাসার লোকজন। বৃহস্পতিবার বেলা ২ টায় দর্জিপাড়াস্থ ৪৩ নম্বর বাসায় এ ঘটনাটি ঘটে। হামলাকারীরা বাসা থেকে স্বর্ণালঙ্কারসহ কয়েকলাখ টাকার মাল নিয়ে যায়।
বাসাটি আমেরিকা প্রবাসী শাহ আব্দুল মতলিব কোরেশীর। তিনি স্বপরিবারে আমেরিকাতে বসবাস করলেও এখন দেশে অবস্থান করছেন।
গত ১৪ মার্চ তিনি দেশে আসেন তাঁর মেয়েকে বিয়ে দেয়ার জন্য। দেশে থাকাবস্থায় তাঁর বাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটলো। হামলাকারী আগ্নেয়াস্ত্র দিয়েও গুলি ছুঁড়ে। একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটনায়। এমনটিই দাবি করা হয়েছে প্রবাসী পরিবারের পক্ষ থেকে। বাসাতে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত ৫/৬টি ককটেলও পাওয়া গেছে। হামলার ঘটনায় প্রবাসীর ভাগনা সাদ উদ্দিন (২৬) গুরুতর আহত হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রবাসী কোরেশী বলেন, প্রতিবেশী এনামের সাথে দীর্ঘদিন ধরে আমাদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরই জেরে এনামের নেতৃত্বে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে। আমরা ইদ্রিস আলী নামে একজন হামলাকারীকে আটক করেছি।
আমেরিকা প্রবাসী আব্দুল মতলিব কোরেশী জানিয়েছেন, দুর্বৃত্তরা বাসা থেকে ১৫ ভরি স্বর্ণ, ২টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ, নগদ ৮০ হাজার টাকা ও পাশে কেয়ারটেকারের আরোও ২টি মোবাইল ফোন নিয়ে গেছে।
প্রতিবেশীরা জানান, ডাকাতরা ৪ রাউন্ড গুলি ছুঁড়েছে। ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মূসা বলেছেন, প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনার বিষয়টি পুলিশ অবগত আছে। পুলিশ বর্তমানে সেখানে অবস্থান করছে।
ওই প্রবাসীর পক্ষ থেকে যদি থানায় কোন অভিযোগ দেয়া হয় তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখবো। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ