Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিটেই বাদ বাংলাদেশের অ্যাথলেটরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৯, ৮:৪৯ পিএম

হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের সব অ্যাথলেট। নারীদের ১০০ মিটার স্প্রিন্টে চার নম্বর হিটে দৌঁড়িয়ে সোনিয়া আক্তার ১২.৯৩ সেকেন্ড সময় নিয়ে সপ্তম হয়েই বাদ পড়েন। সম্মিলিতভাবে ২৮ জনের মধ্যে ২৩তম হন তিনি। পুরুষদের এই ইভেন্টে চার নম্বর হিটে দৌঁড় শুরু করেন রাজীব রাজু। কিন্তু ১১.৪৯ সেকেন্ড সময় নিয়ে তিনি এই হিটে সপ্তম হন। আর ইভেন্টে ২৭ জনের মধ্যে ২৬তম হন রাজু। নারীদের ৪০০ মিটারে দু’নম্বর হিটে এক মিনিট ৩.৭০ সেকেন্ডে অষ্টম হন জান্নাতুল। পুরুষদের এই ইভেন্টে এক নম্বর হিটে প্রতিদ্বন্দ্বিতা করে সোহেল রানা ৫২.৭৩ সেকেন্ডে সপ্তম হয়েছেন। আর তার ইভেন্টে ১৯ জনের মধ্যে ১৭তম হন সোহেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাথলেটিক্স


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ