মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বব্যাপী ঝড়-বন্যায় গত কয়েকদিনে ২শ’৯২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ২শ’ জন। মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মালাবিতে ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড় ইডাই-এর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২শ’ ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন দেড় থেকে ২শ’ জন। খবর বিবিসি ও আল জাজিরা।
খবরে বলা হয়, ঘূর্ণিঝড় ইডাই-এর আঘাতে মোজাম্বিকে ৭৬ জনের মৃত্যু হয়েছে। জিস্বাবুয়েতে নিহত হয়েছে ৮৯ জন। বন্যায় মালাবিতে নিহত হয়েছে ৫০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো মানুষ। এদিকে ইন্দোনেশিয়ায় বন্যায় এ পর্যন্ত অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে ৪ হাজারের বেশি মানুষ।
ইন্দোনেশিয়ার লোম্বোকে বন্যা ও ভূমিধ্বসে হতাহতের খোঁজের পাশাপাশি ধ্বংসস্তূপ সরাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। একইসঙ্গে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় আটকে পড়া বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে তারা।
উদ্ধারকারীরা বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। তবে এখন আমরা নিখোঁজদের অনুসন্ধানে তল্লাশি চালাচ্ছি। এছাড়া রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যারা বিপদে পড়েছেন তাদের সহায়তাও কাজ করছি।
ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের রাজধানী জয়াপুরার কাছে বন্যায় ৩শ’র বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গৃহহীন হয়েছে হাজারো মানুষ। এ পরিস্থিতিতে দুর্গতদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এছাড়া আহতদের চিকিৎসায় সাময়িক ক্যাম্প তৈরি করা হয়েছে।
মৌসুমী ঘূর্ণিঝড় ইডাই-এর আঘাতে জিম্বাবুয়ের পূর্বাঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় রয়েছে ১০ হাজারের বেশি স্থানীয় বাসিন্দা। তবে রাস্তাঘাট ভেঙে পড়ায় এখনও উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুর্গত এলাকায় দুর্যোগ সতর্কতা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট।
ঘূর্ণিঝড় ইডাই-এর প্রভাবে গৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে মোজাম্বিকে ১৭ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছ। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বন্দর নগরী বেইরার ৫০ হাজার বাসিন্দা। রাস্তাঘাট ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।