Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রড্রিগেজের হ্যটট্রিকে শীর্ষে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ৮:১২ পিএম

মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না বায়ার্ন মিউনিখের। গত সপ্তায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বিদায় নিতে হয়েছে জার্মান জায়ন্টদের। ঘরোয়া ফুটবলই এখন তাদের একমাত্র ধ্যান-জ্ঞান। সেই লক্ষ্যে দুর্দান্তভাবে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে নিয়েছে নিকো কোভাচের দল।

রোববার রাতে ঘরের মাঠে হামেস রড্রিগেজের হ্যাটট্রিকে পয়েন্ট তালিকার নিচের সারির দল মেইঞ্জকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ২৬ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের সমান ৬০ পয়েন্ট বায়ার্নের। তবে ৭ গোলের ব্যবধানে এগিয়ে বায়ার্ন।
প্রথমার্ধে তিন গোল করা স্বাগতিকরা দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে আরো তিনবার জালের দেখা পেয়ে যায়। অন্য গোল তিনটি করেন রবার্ট লেভান্দোভস্কি, কিংসলে কোম্যান ও আলফনসো ডেভিস। ১৯৯৯ সালে রক সান্তা ক্রুজের পর ১৮ বছর বয়সী কানাডিয়ান মিডফিল্ডার ডেভিসের বুন্দেসলিগায় প্রথম গোল এটি।
হ্যাটট্রিকের পরও মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে ধারে খেলতে আসা কলম্বিয়ান ফরোয়ার্ড রড্রিগেজের মোট গোল চারটি। জিনেদিন জিদান ফেরার পর গুঞ্জন আছে রড্রিগেজকে ফিরিয়ে নেবে রিয়াল। এ নিয়ে ২৭ বছর বয়সীর মন্তব্য, ‘ভবিষ্যত সম্পর্কে কেউ কিছু জানে না।’ ‘আমি এখানে সুখেই আছি এবং সাচ্ছন্দ অনুভব করছি। কোভাচ ভালো কোচ, আমি নিশ্চিত তার সঙ্গে আরো অনেক শিরোপা জিততে পারব।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়ার্ন

২৫ এপ্রিল, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ