মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে হামলাকারী অস্ট্রেলীয় যুবককে যখন শনিবার আদালতে হাজির করা হয়েছে, তখন তার মুখে ছিল আত্মতৃপ্তির দেঁতো হাসি। এসময় তার চেহারায় কোনো অনুশোচনা দেখা যায়নি। ব্রেনটন ট্যার্যান্ট নামের ২৮ বছর বয়সী ওই শ্বেতাঙ্গ ঘাতককে হত্যার অভিযোগে শনিবার ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট আদালতে হাজির করা হয়েছে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত তাকে রিমান্ডে নেয়া হয়েছে, এরপর দক্ষিণ আইল্যান্ড সিটি হাইকোর্টে হাজির করা হবে। আদালতে হাতকড়া পরা অবস্থায় একটি সাদা কারাপোশাক পরা ছিলেন তিনি। এসময় তার মুখ থেকে কোনো কথা বের হয়নি। হামলাকারী ওই যুবকের জন্য নিয়োগকৃত আইনজীবী তার জামিন চেয়ে কোনো আবেদন করেননি। ঘাতক অস্ট্রেলীয় হাতকড়া বাঁধা হাতে আঙুল দিয়ে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠবাদের প্রতীক দেখিয়েছেন। এক মিনিটের মতো সময় এজলাসে ছিলেন তিনি। এই সময়ে তার বিরুদ্ধে খুনের অভিযোগ পড়ে শোনান বিচারক পল কেলার। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।