Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুয়ান্ডায় আট লাখ মানুষের ঘাতক কাবুগা ২৩ বছর পর গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:০২ এএম

রুয়ান্ডা গণহত্যার অন্যতম নায়ক ফেলিসিয়েঁ কাবুগা ফ্রান্সে গ্রেফতার হয়েছেন। কাবুগা প্যারিসের কাছে আইনির সু-সেইন এলাকায় নাম-পরিচয় ভাঁড়িয়ে বাস করছিলেন। শনিবার গ্রেফতার হওয়ার পর তাকে সেখানেই অন্তরীণ রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। ৮৪ বছর বয়সী কাবুগার বিরুদ্ধে ১৯৯৪ সালে রুয়ান্ডায় গণহত্যা চালানো ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। খবর বিবিসির। ১৯৯৪ সালে রুয়ান্ডায় টুটসি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর পেছনে অর্থায়ন করেছেন কাবুগা। সে সময় রজনৈতিকভাবে বিরোধী উদারপন্থি হুতু এবং সংখ্যালঘু টুটসি জনগোষ্ঠীর প্রায় আট লাখ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। কাবুগা সম্পর্কে তথ্য প্রদানের জন্য যুক্তরাষ্ট্র ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। হুতু জনগোষ্ঠীর সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ী কাবুগা মিলিশিয়াদের অর্থ দিয়ে গণহত্যায় উৎসাহিত করতেন। আরটিএলএম নামের একটি প্রচার মাধ্যম চালু করে সেখান থেকে সংখ্যালঘু টুটসিদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে তাদের হত্যা করার জন্য ইন্ধন জোগাতেন তিনি। বহু বছর ধরে মনে করা হতো কাবুগা কেনিয়ায় বাস করেন। সেখানে প্রভাবশালী রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থেকে তিনি গ্রেফতার এড়িয়ে আছেন বলেও ধারণা করা হতো। তবে অবাক করার ব্যাপার হলো, তিনি গত ২৫ বছর ধরে ফ্রান্সেই নাম-পরিচয় গোপন করে লুকিয়েছিলেন। তবে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগে শেষ পর্যন্ত তাকে আন্তর্জাতিক আদালতের সামনে হাজির করা হবে। রয়টার্স, স্কাই নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘাতক-কাবুগা-গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ