Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বগুড়ায় তাকবির হত্যা মামলার আসল ঘাতক এখনো অধরা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ৪:৩৪ পিএম

বগুড়া জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খান হত্যা মামলার মুল আসামি আব্দুর রউফ এখনো অধরা। ফল বিষয়টি তাকবিরের পিতামাতা, ছাত্র লীগের সাধারণ নেতা কর্মিদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এপ্রসঙ্গে বগুড়া সদরের ওসি হুমায়ুন কবীর বলেছেন তাকবিরের খুনিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই রউফের
ঘনিষ্ঠ সহযোগী আলআমিনকে গ্রেফতার করা হয়েছে। তাকবির হত্যা মামলায় তার মা আফরোজা ইসলামের দায়ের করা এজাহারে
আল আমিনের নাম ছিলোনা। তবে অনুসন্ধানে এবং সংগৃহিত ভিডিও ফুটেজে আল আমিনের
সরাসরি সম্পৃক্ততা প্রমানিত হওয়ায় তাকে ধরা হয়।
তিনি আরো জানান, ১১ তারিখে ছুরিকাহত হওয়ার পর ১৬ তারিখে হাসপাতালে তাকবিরের
মর্মান্তিক মৃত্যু পরিস্থিতির আমুল পরিবর্তন হওয়ায় এবং দল থেকে তাকবিরের ঘাতক রউফ দল থেকে বহিষ্কার হওয়ায় রউফ যেকোন
মুহূর্তে গ্রেফতার হবে। তাকে ধরতে পুলিশের কোন গড়িমসি বা অনিহা নেই।
এদিকে শুক্রবার বার বাদ জুম্মা বগুড়ার সেন্ট্রাল মসজিদে মরহুম তাকবিরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বগুড়া সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের। এতে ছাত্রলীগ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র আগে বৃহস্পতিবার তাকবিরের ঘাতকদের বিচার দাবিতে বগুড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা দ্রুততম সময়ের মধ্যে তাকবিরের খুনিদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘাতক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ