Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় নসিমনের চাক্কায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা (পাবনা) | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ৪:৫৮ পিএম

পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় রাস্তা পার হওয়ার সময় পেঁয়াজ ভর্তি একটি নসিমনের(শ্যালো ইঞ্জিন চালিত) ধাক্কায় গনেশ চন্দ্র সাহা নামে ৬০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন ।তিনি পেশায় একজন চটপটি বিক্রেতা ছিলেন । আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌর এলাকার কাচারীপাড়া মসজিদ মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত গনেশ চন্দ্র পৌর এলাকার পিয়ারাখালী জামতলা মহল্লার মাঙ্গুনী চন্দ্র সাহার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, গনেশ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কাচারীপাড়া মসজিদ মোড়ে ঘোরাঘুরি করার সময় ঈশ্বরদী শহর থেকে বাঘাগামী পেঁয়াজ ভর্তি নসিমনের সামনে হঠাৎ মাথা ঘুরে গণেশ চন্দ্র পড়ে যান। এ সময় নসিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান । খবর পেয়ে পুলিশ নসিমনসহ চালককে আটক করে । ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় বিষয়টি আপোষ-মীমাংসা করার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ