মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২৪ ঘণ্টার অভিযানে আফগানিস্তানে সরকারি সামরিক বাহিনীর হাতে অন্তত ৩১ তালেবান সদস্য নিহত হয়েছেন।
বুধবার (১৪ মার্চ) সকালে উত্তর কুন্দুজপ্রদেশের খানাবাদ জেলায় জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালালে আট তালেবান নিহত ও তিনজন আহত হন বলে জানান জেলার গভর্নর হায়াতুল্লাহ আমিরি।
তিনি জানান, সারাদিন পশ্চিম ফারাহপ্রদেশে তালেবানবিরোধী অভিযানে গ্রুপ কমান্ডার মোল্লা হেলালসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
এ ছাড়া দক্ষিণ হেলমান্দপ্রদেশের নহর-ই-সারজ জেলায় স্থল ও বিমান হামলায় ১১ জন জঙ্গি নিহত, চারজন আহত হয়েছেন।
বুধবার প্রদেশটির পুলিশ হেডকোয়ার্টার থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া দেশটির সামরিক বাহিনীর অভিযানে দক্ষিণ কান্দাহারপ্রদেশে আরও সাত জঙ্গি নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র সাদিক এইসা।
তবে সরকারি বাহিনীর এমন অভিযানের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তালেবান জঙ্গিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।