Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ দিন আরো ছয় নতুন রেকর্ড

জাতীয় সাঁতারে সেরা নৌবাহিনী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ৭:৫৪ পিএম

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় সেরা খেতাব জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। তারা ৩২ স্বর্ণ, ২০ রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জসহ ৬৭টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়। ১০ স্বর্ণ, ১৯ রুপা ও ১৭টি ব্রোঞ্জসহ ৪৬টি পদক জিতে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার জাতীয় সাঁতার প্রতিযোগিতার শেষ দিনে আরো ছয়টি নতুন জাতীয় রেকর্ড গড়েন সাঁতারুরা। এ নিয়ে চারদিনে ২৩টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। শেষ দিন মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সের পুলে তিনটি নতুন রেকর্ড গড়েন লন্ডন প্রবাসী সাঁতারু নৌবাহিনীর জুনাইনা আহমেদ। মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে ১০ মিনিট ৭.৮০ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করে তিনি ভেঙ্গে দেন ২০১৬ সালে নাজমা খাতুনের ১০ মিনিট ৩৯.৭ সেকেন্ডের রেকর্ডটি। ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ২ মিনিট ৩৯.১ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন জুনাইনা। তিনি ভাঙ্গেন ২০১৬ সালে রুমানা আক্তারের ২ মিনিট ৪৩.৭০ সেকেন্ডের রেকর্ডটি। ১০০ মিটার ফ্রিস্টাইলে ১ মিনিট ৩.৯০ সেকেন্ডে ২০১৬ সালের নাজমা খাতুনের রেকর্ড (১ মিনিট ৫.২৮ সেকেন্ড) ভাঙ্গেন নৌবাহিনীর এই নারী সাঁতারু। পুরুষ বিভাগে এদিন উজ্জ্বল ছিলেন নৌবাহিনীর আরিফুল ইসলাম। ৫০ মিটিার ব্রেষ্টস্ট্রোকে ২৯.৭৭ সেকেন্ডে ২০০৮ সালে শাহজাহান আলী রনির রেকর্ড (২৯.৭৮ সেকেন্ড) ভেঙ্গে নতুন রেকর্ড গড়েন। ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ২ মিনিট ১৪.৭৪ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন আরিফ। তিনি ভেঙ্গে দেন ২০০৪ সালে রুবেল রানার ২ মিনিট ১৫.১৭ সেকেন্ডের রেকর্ডটি। এছাড়া পুরুষদের চারগুনিতক একশ’ মিটার মিডলে রিলেতে ৩ মিনিট ৫৯.১৪ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে নৌবাহিনী। প্রতিযোগিতার সমাপণী দিনের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাঁতার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ