বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলা করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে প্রগতিশীল ছাত্রজোটের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে ডাকসু নির্বাচন প্রত্যাখান করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকা ছাত্র ধর্মঘটের সমর্থনে চাকসু কেন্দ্র থেকে মিছিল বের করলে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চবি শাখার সভাপতি আবিদ খন্দকার, সাধারণ সম্পাদক সাইমা আক্তার নীপা ও সাংগঠনিক সম্পাদক জান্নাত মাওয়া মুমু, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌর চাদ ঠাকুর, সাংগঠনিক সম্পাদক মাহবুবা জাহান রুমি এবং অর্থনীতি বিভাগের রাজেশ্বর দাশগুপ্ত, জনি কান্ত রায় ও নাট্যকলা বিভাগের মুশফিক উদ্দিন ওয়াসি এবং অং মারমা। আহত আরেকজনের নাম পাওয়া যায়নি। এদের একজনকে চট্টগ্রাম মেডিক্যেলে পাঠানো হয় বাকিদের বিশ^বিদ্যালয় মেডিক্যেলে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ডাকসু নির্বাচন প্রত্যাখান করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকা ছাত্র ধর্মঘটের সমর্থনে চাকসু কেন্দ্র থেকে মিছিল বের করে চবি প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। মিছিলটি কয়েক পা এগিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আসলে লাঠিশোটা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। এত অনেকেই আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে আসার পথে ফতেহাবাদ নামক স্থানে গৌর চাদ ঠাকুরের ইপর হামলা কওে ছাত্রলীগ এত তিনি গুরুত্বও আহত হন।
এ বিষয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি দীষণ প্রদীপ চাকমা দৈনিক ইনকিলাবকে বলেন, ছাত্রলীগের এ হামলা অতীতের সব হামলার ঘটনাকে হার মানিয়েছে। এতে আমাদের ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হন। বর্তমানে ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠনে পরিণিত হয়েছে। এ হামলার ঘটনায় নযারা জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, এ বিষয়ে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কওে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।