Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের নতুন মাদকের তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ১:০৩ পিএম | আপডেট : ১:০৪ পিএম, ১১ মার্চ, ২০১৯

রাজধানীর জিগাতলা থেকে উদ্ধার করা নতুন মাদক আইস, ক্রিস্টাল মেথ ও এমডিএমএ সম্পর্কে তথ্য চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি। উদ্ধারের ৯ দিন পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে ই-মেইল করে তারা এ তথ্য চায় বলে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, পুরো বিষয়টি তারা জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর ইউএনওডিসিকে জানানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তারা বলছে, কারখানা মালিকের সন্ধান পাওয়া না গেলে মাদকগুলোর বিস্তার কতটা, সে সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। তাকে গ্রেফতারে পুলিশ ও র‌্যাবের সহযোগিতা চেয়ে রোববার চিঠি দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, কারখানাটির মালিক হাসিব মোহাম্মদ মুয়াম্মার রশিদ। প্রকৌশলী বাবা ও অধ্যাপক মায়ের সন্তান হাসিব মালয়েশিয়ায় প্রকৌশল বিষয়ে পড়তে গিয়েছিলেন। ফিরে এসে জিগাতলার ছয়তলা বাড়ির নিচতলায় গবেষণাগারের আদলে কারখানা গড়ে তোলেন। কারখানায় ঢুকতে গেলে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হতো। অভিযানে অংশ নেওয়া একজন কর্মকর্তা বলেন, একটুর জন্য তারা সেদিন হাসিবকে ধরতে পারেননি।
গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে হাসিবের অবস্থান ছিল হাতিরপুলের মোতালিব প্লাজায়। সোর্সসহ সেখানে গিয়েও তাকে ধরা যায়নি। ওই রাতেই আড়াইটার দিকে তারা জিগাতলায় হাসিবদের বাসায় অভিযানে যান। হাসিবের বাবা এফ এম রাশিদুজ্জামান ও মা ফেরদৌস আরা জামান তখন বাসায় ছিলেন। হাসিব কোথায় জানতে চাইলে তারা বলেন, তিনি আছেন কি না, তারা দেখে আসছেন। তারপর বলেন, হাসিব নেই। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, ওই বাড়িটির ভেতর ঘর থেকে বাইরে পালিয়ে যাওয়ার সুযোগ আছে। তাদের আশঙ্কা, হাসিব পালিয়ে গেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মামলা করেছে। এতে আসামি করা হয়েছে হাসিব ও কারখানার তত্ত্বাবধায়ক এম এম জাহাঙ্গীর আলমকে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রসায়নবিদ দুলাল কৃষ্ণ সাহা অংশ নেন। কারখানা থেকে তারা আইস বা ক্রিস্টাল মেথ ও ইয়াবা তৈরির উপকরণ মিথাইল অ্যামফিটামিন, ক্রিস্টাল মিথাইল অ্যামফিটামিন, এমডিএমএ তৈরির উপকরণ মিথাইল ডাই অক্সিম্যাথা অ্যামফিটামিনসহ ১৩ ধরনের উপকরণ পান। কারখানায় বিক্রির জন্য প্রস্তুত কয়েক লাখ এমডিএমএ পাওয়া যায়। একাধিক সূত্র জানিয়েছে, সিডোঅ্যাফিড্রিন নামের একটি উপকরণ ইয়াবা তৈরিতে ব্যবহার হয় বলে এটির আমদানি নিষিদ্ধ করা হয়েছে। তবে হাসিবের কারখানায় প্রচুর ওষুধ পাওয়া গেছে, যেগুলো থেকে সিডোঅ্যাফিড্রিন আলাদা করা যায়। কারখানায় ওষুধ থেকে উপকরণ আলাদা করার ব্যবস্থা ছিল। তা ছাড়া কারখানাটি থেকে বাইরে যোগাযোগের জন্য যা যা প্রযুক্তি দরকার, তার সবই ছিল।
কী করে হাসিবের সম্পৃক্ততার খবর পেলেন জানতে চাইলে অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তারা বেশ কিছুদিন ধরে অভিজাত এলাকায় আইস ও ক্রিস্টাল মেথ বিক্রির খবর পাচ্ছিলেন মাদকসেবীদের কাছ থেকে। একপর্যায়ে গত ২৬ ফেব্রুয়ারি পাঁচ গ্রাম আইসসহ জাকারিয়া, রাকিব উদ্দিন ও হেলাল হোসেন ওরফে সাদ্দাম নামের তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা জিগাতলার কারখানাটি খুঁজে বের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (গোয়েন্দা) নজরুল ইসলাম শিকদার বলেছেন, দিন দুয়েক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি ই-মেইলে আইস বা ক্রিস্টাল মেথ ও এমডিএমএ উদ্ধার ও আনুষঙ্গিক বিষয় সম্পর্কে জানতে চেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ