মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাক-ভারত চলমান উত্তেজনা বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আলোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, শুক্রবার ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি ও এর সমাধান নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট এরদোগান। এ সময় তিনি চলমান উত্তেজনা নিরসনে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাক-ভারত ইস্যুর পাশাপাশি সিরিয়া পরিস্থিতি নিয়েও কথা হয় তাদের মধ্যে। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও মানবিজে তুরস্কের প্রস্তাবিত নিরাপদ অঞ্চল গঠনের বিষয়ে জাতিসংঘের সর্বশেষ অবস্থান বিষয়েও কথা বলেন তারা। প্রসঙ্গত, ভারত পাকিস্তানের মধ্যে চলমান সমস্যা নিরসনে তুরস্ক সবধরণের সহায়তা দেবে বলে জানিয়েছিল তুরস্ক। যুদ্ধ পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টির জন্য প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন। টিআরটির খবরে বলা হয়, নারীদের প্রতি নিপীড়ন ও বৈষম্যকে বৈশ্বিক সমস্যা আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, তার সরকার নারী নির্যাতনরোধ এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ কথা জানান। এরদোগান বলেন, রাষ্ট্রের প্রতিটি কর্মেক্ষেত্রে নারীদের অধিকার রক্ষা এবং সামাজিকভাবে তাদের মর্যাদা নিশ্চিতকরণে তার সরকার গুরুত্বপূর্ণ নীতি প্রণয়ন করেছে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আজকের পৃথিবী এগিয়ে যাওয়ার পেছনে নারীদের অবদান রয়েছে জানিয়ে তুরস্কের জনপ্রিয় এ প্রেসিডেন্ট বলেন, আধুনিক ও উন্নত বিশ্ব গঠনে নারী জাতির ব্যাপক অবদান রয়েছে। তাদের অবদান আমরা কখনও ভুলতে পারবো না। নারীদের সঠিক ভূমিকার কারণে পরিবারসহ সুন্দর সমাজ গড়ে ওঠতে পারে। আন্তর্জাতিক নারী দিবসে আমি বিশ্বের সকল নারীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। গত ৩১ মার্চ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছিলেন, পাক-ভারত চলমান যুদ্ধাবস্থায় কারোই লাভ হবে না। চলমান উত্তেজনা নিরসনে তুরস্ক সবধরনের সহায়তা করবে জানিয়ে বলেছিলেন, পাক-ভারত চলমান উত্তেজনা নিরসনে যা কিছু দরকার তা করতে প্রস্তুত রয়েছে তুরস্ক। এরদোগান জানান, ‘আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে সংকট সমাধানে আমাদের যা করতে হবে তা নিশ্চিত করব এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ যুদ্ধ কোনো দেশের জন্যই কল্যাণকর নয় ইঙ্গিত দিয়ে এরদোগান বলেছিলেন, ‘তীব্র উত্তেজনা এবং আগুন জ্বালানো তেল কারও উপকারে আসে না।’ আনাদোলু, টিআরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।