Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান পর্বে নেই ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

পিঠে ইনজুরির কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পাকিস্তান পর্ব খেলতে পারছেন না লাহোর কালান্দার্সের দক্ষিণ আফ্রিকান মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ইনজুরির কারণে ইতোমধ্যেই তার দেশে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কালান্দার্স।
ইএসপিএন ক্রিকইনফো প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে পাঁচ ও লাহোরে দু’টিসহ সাত ম্যাচের জন্য কালান্দার্সের সঙ্গে চুক্তি করেন ডি ভিলিয়ার্স। আজ শেষ হচ্ছে টুর্নামেন্টের সংযুক্ত আরব আমিরাত পর্ব। এরপর গ্রুপ পর্বের চারটি, কোয়ালিফাইয়ার এবং ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে। ৯ মার্চ থেকে শুরু হবে পাকিস্তান পর্ব।
এক বিবৃতিতে ডি ভিলিয়ার্স বলেন, ‘ক্রিকেট পাগল পাকিস্তান ভক্তদের সামনে খেলতে না পেরে আমি খুবই হতাশ। আমি ডাক্তার দেখিয়েছি এবং তিনি আমাকে দুই সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন এবং দুর্ভাগ্যক্রমে করাচিতে খেলতে পারছি না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ