Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো ডি ভিলিয়ার্স তান্ডব

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আরো একবার ডি ভিলিয়ার্স তাÐব দেখল ক্রিকেট বিশ্ব। তার ২৯ বলে ৭১ রানের ওপর ভর করে ইংল্যান্ডের দেওয়া ১৭১ রানের লক্ষ্যটা ৩২ বল ও ৯ উইকেট হাতে রেখে পূরণ করে দক্ষিণ আফ্রিকা। তার ইনিংসটি সাজানো ছিল সমান ৬টি করে চার ও ছ’য়ে সাজানো। সাথে হাশিম আমলার ব্যাটও এদিন ছিল চওড়া। ভিলিয়ার্স যখন আউট হন প্রটিয়াদের রান তখন ৮.২ ওভারে ১২৫! আমলা ৩৮ বলে ৮টি চার ও ৩টি ছয়ে করেন অপরাজিত ৬৯ রান।
জোহানেজবার্গে টস জিতে ফিল্ডিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারের ৩ বল আগেই ১৭১ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ২৮ বলে সমান ৪টি করে চার ও ছয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন বাটলার। এছাড়া অধিনায়ক মর্গ্যান ২৩ বলে ৩৮ও রুট ১৭ বলে ৩৪ রান করেন। প্রটিয়াদের হয়ে ৩টি উইকেট নেন কাইল অ্যাবোট। রাবাদা ও মরিস নেন দু’টি করে উইকেট। দুই ম্যাচ সিরিজটি ২-০তে জিতে নিল দক্ষিণ আফ্রিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবারো ডি ভিলিয়ার্স তান্ডব

২২ ফেব্রুয়ারি, ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ