পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ভারতীয় একটি সাবমেরিন সোমবার রাতে পাকিস্তানের নৌসীমায় প্রবেশের সময় আটকে দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। মঙ্গলবার পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্র এ তথ্য জানান। দ্য ডনের। পারমাণবিক অস্ত্রের অধিকারী দুই প্রতিবেশী দেশের সীমান্তে সপ্তাহব্যাপী চলা উত্তেজনার মধ্যে ভারতীয় নৌবাহিনীর এ অভিযান আগুনে ঘি ঢালার কাজ করেছে। ২০১৬ সাল থেকে এ নিয়ে দুবার ভারতীয় সাবমেরিনকে রুখে দিল পাকিস্তানি নৌবাহিনী। নৌবাহিনীর ওই মুখপাত্র আরও বলেন, অত্যাধুনিক প্রযুক্তির ওই ভারতীয় সাবমেরিনটি ধ্বংস করা পাকিস্তানের নৌবাহিনীর কাছে কোনো বিষয়ই ছিল না। কিন্তু পাকিস্তান সরকার যুদ্ধ নয়, শান্তির নীতি গ্রহণ করায় সাবমেরিনটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেয়া হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার শুরু গত ২৬ ফেব্রæয়ারি। ভারতীয় বিমানবাহিনী সেদিন ভোরে পাকিস্তানে ঢুকে হামলা করে। অবশ্য ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার পরে দেশটির আটক পাইলটকে শান্তির উদ্দেশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মুক্ত করে দেন। পাকিস্তান নৌবাহিনীকে উদ্ধৃত করে এ খবরে বলা হয়, সোমবার রাতে পাকিস্তানি পানিসীমায় প্রবেশের চেষ্টা করে ভারতের সাবমেরিন। নৌবাহিনীর একজন মুখপাত্র মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলেছেন, সফলতার সঙ্গে ভারতের এ উদ্যোগকে থামিয়ে দিয়েছেন তারা। তিনি আরো বলেছেন, সফলতার সঙ্গে এ কাজটি করেছে পাকিস্তান নৌবাহিনীর বিশেষভাবে দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা। তিনি আরো জানান, পাকিস্তান সরকার মনেপ্রাণে যে শান্তির উদ্যোগ নিয়েছে, সেকথা মাথায় রেখে ভারতীয় সাবমেরিনকে টার্গেট করেনি পাকিস্তানি নৌবাহিনী। এ বিষয়টি থেকে শিক্ষা নিয়ে ভারতের উচিত শান্তির পথে কাজ করা। ডনের রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ সালের পর এ নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানি পানিসীমায় প্রবেশের চেষ্টা করলো ভারতীয় সাবমেরিন। ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।