মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগিরই তিন টনের একটি সাবমেরিন উদ্বোধন করবে উত্তর কোরিয়া। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জাপানের বার্তা সংস্থা কিয়োডো জানায়, উত্তর কোরিয়ার নতুন সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে এবং সাবমেরিনটি একই সময়ে তিনটি ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে। মার্কিন ও দক্ষিণ কোরীয় সূত্রগুলো ধারণা করছে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে উত্তর কোরিয়া সঠিক সময়ে সাবমেরিনের বিষয়ে ঘোষণা দেবে। এর আগে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই সাবমেরিন নির্মাণের ঘোষণা দিলে মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে আবার উত্তেজনা দেখা দেবে। তবে এই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন কিছু নয়। ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের মধ্যে বৈঠকের ফলে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত কোনো ফল বেরিয়ে আসেনি। ট্রাম্প কথা রাখেননি বলে অভিযোগ করেছেন উন। কিয়োডো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।