Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মন্ত্রীর পদত্যাগে কোণঠাসা ট্রুডো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ৬:০৬ পিএম

কানাডার দুর্নীতির তদন্তে সরকারের হস্তক্ষেপের অভিযোগে পদত্যাগ করেছেন দেশটির শীর্ষস্থানীয় মন্ত্রী জেন ফিলপট। এই পদত্যাগের সিদ্ধান্ত জানানোর আগে তিনি বলেছিলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান নেওয়ার ক্ষেত্রে আমি আস্থা হারিয়ে ফেলেছি।’ সরকারের এমন শীর্ষ মন্ত্রীর পদত্যাগে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার কানাডীয় এই মন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির লন্ডনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এসএনসি-লাভালিন ইস্যুতে ফৌজদারি মামলায় হস্তক্ষেপের জন্য রাজনীতিবিদ ও কর্মকর্তাদের পক্ষ থেকে সম্প্রতি সাবেক অ্যাটর্নি জেনারেলকে চাপ দেওয়া হয়। পরে গত সোমবার এসবের জেরে আচমকা মন্ত্রিসভায় পদত্যাগপত্র জমা দেন কানাডীয় মন্ত্রী ফিলপট। পরে এক বিবৃতিতে কানাডার ট্রেজারি বোর্ডের প্রধান ও সদ্য পদত্যাগ করা মন্ত্রী জেন ফিলপট বলেন, ‘আমাকে আমার মূল্যবোধ, নৈতিক দায়িত্ব, সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে। আমার পক্ষে বর্তমানে এই মন্ত্রিসভায় কাজ করা পুরোপুরি অসম্ভব হয়ে পড়েছে। মূলত এ কারণে আমি এমন কঠোর সিদ্ধান্ত নিয়ে বাধ্য হয়েছি।’
জেন ফিলপট তার বিবৃতিতে আরও বলেন, ‘একটি দেশের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো মামলায় অ্যাটর্নি জেনারেলকে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার জন্য চাপ দেওয়া কোনোমতেই উচিত নয়। দুঃখজনক এই যে, সরকার কীভাবে বিষয়টিকে নিচ্ছে এবং কীভাবে এর মোকাবিলা করছে। এ ব্যাপারে আমি আমার আত্মবিশ্বাস সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছি।’
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার মন্ত্রিসভা থেকে এক জ্যেষ্ঠ সদস্যের পদত্যাগের বিষয়ে মর্মাহত হয়েছেন উল্লেখ করে বলেন, ‘ফিলপটের পদত্যাগ করার ব্যাপারটি আমি বুঝতে পেরেছি। তবে তার এই সিদ্ধান্তে আমি ভীষণ মর্মাহত।’ পরে সদ্য পদত্যাগী এই মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ট্রুডো বলেন, ‘এতদিন যাবত কানাডার জনগণের জন্য কাজ করায় আমি ফিলপটকে ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে তার আগামী দিনের সফলতাও কামনা করছি।’
উল্লেখ্য, কানাডার মন্ট্রিলভিত্তিক একটি শীর্ষ প্রতিষ্ঠান এসএনসি-লাভালিন ইস্যুতে ফৌজদারি বিচার চলছে কানাডায়। আর সেই বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী ট্রুডোর বিরুদ্ধে। মূলত এ কারণে গত সপ্তাহে দেশটির বিরোধীদল কনজারভেটিভ লিবারেল ট্রুডোকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানায়। আর যে কারণে এবার তার মন্ত্রিসভা থেকেই এক জ্যেষ্ঠ মন্ত্রী পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ