মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি প্রদেশে আকস্মিক বন্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। তাছাড়া এতে জলমগ্ন হয়ে গেছে আরও কমপক্ষে দুই হাজারের বেশি বসতবাড়ি। সোমবার প্রাদেশিক গভর্নর কার্যালয় থেকে দেওয়া বিবৃতির বরাতে করা প্রতিবেদনে চলতি বন্যায় অঞ্চলগুলোতে এ ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গভর্নর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘এবারের বন্যা সাম্প্রতিক সময়ে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ বন্যাগুলোর মধ্যে একটি। গত শুক্রবার (১ মার্চ) অঞ্চলটির কান্দাহার শহর এবং এর আশেপাশের আরও ছয়টি জেলা থেকে ভারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। মূলত এতে এখনও শিশুসহ অন্তত ১০ জনের মতো লোক নিখোঁজ রয়েছেন।’
এদিকে আফগানিস্তানে আঘাত হানা আকস্মিক এ বন্যার বিষয়ে জাতিসংঘের এক মুখপাত্র বলেন, ‘স্থানীয় যাযাবর কোচি সম্প্রদায়ের প্রায় পাঁচ শতাধিক সদস্য অঞ্চলটির নদীর তীরে ভীষণ ভয়ানক অবস্থাতে আটকে আছেন। তাদের অতি দ্রুত জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। আমরা তাদের কাছে পর্যাপ্ত সহায়তা পাঠানোর ব্যবস্থা করছি।’
অপরদিকে আফগান প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘পাহাড়ি রাস্তা, ভারী তুষারপাত ও যোগাযোগ ব্যবস্থার অভাবে হতাহতদের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো আমাদের জন্য ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উল্লেখ্য, এবারের আকস্মিক এই বন্যায় প্রদেশের শতশত ঘর-বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেখানকার ক্ষতিগ্রস্ত সব পরিবারগুলোকে কান্দাহার শহরের অস্থায়ী নিরাপদ আশ্রয়গুলোতে নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে স্থানীয় স্কুল, মসজিদ ও সরকারি বিভিন্ন স্থাপনাও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।