Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্ত্রিসভায় বিকেএসপি আইনের খসড়ার নীতিগত অনুমোদন

চকবাজার ট্র্যাজেডি ও পলানের মৃত্যুতে শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আইন-২০১৯ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইনে খসড়ায় তেমন কোনো পরিবর্তন আনা হয়নি, শুধু ৫ নম্বর ধারার পরিবর্তন আনা হয়েছে।
এছাড়া রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ এবং মানুষকে বই পড়ায় উদ্বুদ্ধ সূচনা করা পলান সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই এই শোক প্রস্তাব গ্রহণ করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আইন-২০১৯ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে। এতে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি,শুধু ৫ নম্বর ধারার পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, বিকেএসপি এতদিন ১৯৮৩ সালের অর্ডিন্যান্স অনুযায়ী পরিচালিত হচ্ছিলো। যেহেতু এটি সামরিক সরকারের আমলে করা অর্ডিন্যান্স, সেহেতু আদালতের একটি নির্দেশনা আছে যে, এগুলো আইনে পরিণত করতে হবে এবং তা বাংলায় করতে হবে। এই বাধ্যবাধকতার কারণে ওই অর্ডিন্যান্সটিকে বাংলায় আইনে পরিণত করা হচ্ছে। আইনে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। আগে ছিলো ১০ সদস্যের পরিচালনা বোর্ড, এখন তা হয়েছে ২০ সদস্যের। এই বোর্ডের প্রধান থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী।
শফিউল আলম বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর জার্মানি, সংযুক্ত আরব আমিরাত সফর সম্পর্কে অবহিত করা হয়েছে। জার্মানি সফরে সেখানে বিভিন্ন দেশের ৪০ জন প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্যখাত ও জলবায়ুর বর্তমান অবস্থা তুলে ধরেন। আর সংযুক্ত আরব আমিরাত সফরে সে দেশের সরকারের সঙ্গে ৪টি এমওইউ স্বাক্ষরিত হয়। তিনি বলেন, চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে৭১ জন নিহত ও ৫৫ জন আহতের ঘটনায় মন্ত্রিসভা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে, নিহতদের তাদের আত্মার মাগফিরাত কামনা করেছে। এছাড়া হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি মন্ত্রিসভা সমবেদনা জ্ঞাপন করেছে।
গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডের পর ৬৭টি লাশ উদ্ধারের পাশাপাশি নয়জনকে অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, এদের মধ্য থেকে চারজন মারা যান। অগ্নিকান্ডের পর ফায়ার সার্ভিস যে ৬৭টি লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছিল, তার মধ্যে ৪৮ জনের মরদেহ শনাক্ত করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের শনাক্ত করার জন্য তাদের সম্ভাব্য স্বজনদের ডিএনএ নমুনা নিয়েছে সিআইডি লাশের ডিএনএ নমুনার সঙ্গে তা মিলিয়ে শনাক্ত হওয়ার পর হস্তান্তর করা হবে লাশগুলো। চকবাজারে হতাহতের ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি সব ধর্মীয় উপসনালনে দোয়া করা হয়। এছাড়া ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় শোক পালন করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মানুষকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে রাজশাহীর গ্রামে গ্রামে নিজের টাকায় বই বিলি করে অভিনব এক আন্দোলনের সূচনা করা পলান সরকার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। গত ১ মার্চ রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে নিজের বাড়িতে মারা যান তিনি। ৯৮ বছর বয়সী পলান সরকার বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
বই পড়া আন্দোলনকে উজ্জীবিত করার জন্য একুশে পদক পান পলান সরকার। বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপও পান তিনি। শফিউল বলেন, পলান সরকারের মৃত্যুতে মন্ত্রিসভা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে, শোকসস্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা প্রকাশ করেছে মন্ত্রিসভা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ