Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষে উঠা হলো না লিভারপুলের

প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

প্রিমিয়ার লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে জিততেই হতো লিভারপুলকে। কিন্তু সাদিও মানে-মোহাম্মদ সালাহরা এভারটনের বিপক্ষে জালের দেখাই পাননি। ম্যানচেস্টার সিটির পেছনে থেকেই তাই সন্তুষ্ট থাকতে হচ্ছে ইয়ুর্গেন ক্লপের দলকে। গুডিসন পার্কে গতপরশু রাতের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। আর তাতে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটির এক পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থানে থাকা নিশ্চিত হয়।

মার্সিসাইড ডার্বিতে আধিপত্য বিস্তার করতে পারেনি কোন দলই। দু’দল বিচ্ছিন্নভাবে আক্রমণ ও পাল্টা আক্রমণ করলেও কেউই সফলতার মুখ দেখেনি। ডিসেম্বরে আনফিল্ডে জর্ডান পিকফোর্ডের ভুলে ডিভক অরিগির ৯৬তম মিনিটের গোলে জয় পেয়েছিল লিভারপুল। এবার ইংলিশ গোলরক্ষকের নৈপুণ্যেই মূল্যবান পয়েন্ট অর্জন করে স্বাগতিকরা। প্রথমার্ধে দুর্দান্তভাবে সালাহকে গোলবঞ্চিত করেন পিকফোর্ড। বিরতির পর দারুণ ট্যাকলে সালাহকে গোল করতে দেননি মাইকেল কিন। আর পুরো ম্যাচে লিভারপুল গোলরক্ষককে তেমন কোন পরীক্ষা দিতে হয়নি।
একই রাতে চলতি বছরে প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে প্রথম জয়ের দেখা পেয়েছে চেলসি। পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দল ফুলহামকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে মাউরিসিও সারির দল। তিনটি গোলই আসে প্রথমার্ধে। সিজার আসপিলিকুয়েতার ক্রস থেকে সফরকারীদের ২০তম মিনিটে এগিয়ে নেন গঞ্জালো হিগুয়েইন। প্রতিযোগিতায় আর্জেন্টাইন স্ট্রাইকারের তৃতীয় গোল এটি। ২৭তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ক্যালাম চেম্বার্স। তবে তাদের সমতায় ফেরার আনন্দ চার মিনিটের বেশি স্থায়ী হয়নি। ৩১তম মিনিটে দূরপাল্লার শটে ব্লুজদের আবারো এগিয়ে নেন জর্জিনিয়ো। শেষপর্যন্ত সেই ববধান আর কমাতে পারেনি স্বাগতিকরা।
২৯ ম্যাচে ফুলহামের এটি ২০তম পরাজয়। ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে ছয়ে চেলসি। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা লিভারপুলের। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ৬১ পয়েন্ট নিয়ে তিনে টটেনহাম। চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৫৮ পয়েন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিমিয়ার লিগ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ