Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মাধুরী এতো বছরে একটুও বদলায়নি -অনিল কাপুর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

“বিশ্বাস করা যায়, আমি মাধুরী দীক্ষিতের সঙ্গে ১৮টি ফিল্ম করেছি,” মাধুরী দীক্ষিতের সঙ্গে এতো বছর কাজ করার পর সর্বশেষ চলচ্চিত্র ‘টোটাল ধামাল’ মুক্তি পাবার সময় অনিল কাপুর বিস্ময়ের সঙ্গে বলেছেন। ১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘বেটা’ ফিল্মটি দিয়ে অনিল আর মাধুরী প্রথম জুটি বেঁধেছিলেন। “আমরা এতো ফিল্মে জুটি হয়ে কাজ করেছি যে কোনও রকম আলাপ করা ছাড়াই ক্যামেরার সামনে একে অন্যের অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পারতাম। মাধুরীর সঙ্গে আমি খুব সাবলীলভাবে কাজ করতে পারতাম। শেষবার ২০০১-এ আমরা একসঙ্গে রাজকুমার সন্তোষীর ‘লজ্জা’তে কাজ করেছি। আবার এখন ফিরলেন সেই আগের মতই সৌন্দর্য নিয়ে।” “একজন সহশিল্পী যখন তার একান্ত জীবন সাজাবার জন্য, সংসার করা, সন্তান মানুষ করার জন্য পেশা থেকে দূরে সরে যায় তা সমর্থনযোগ্য। বিশ্বাস করুন মনেই হয় না আমরা ১৮ বছর একসঙ্গে কাজ করিনি। মনে হয় গতকাল। আমরা একসঙ্গে ‘তেজাব’, বেটা’, ‘খেল’ আর ‘পুকার’ ফিল্মগুলোতে কাজ করেছি,” তিনি আরও বলেন। অনিল জানান রাকেশ রোশন পরিচালিত ‘কিষণ কানহাইয়া’ মাধুরীর সঙ্গে তার প্রিয় চলচ্চিত্র। গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত ‘টোটাল ধামাল’ ‘এক লাড়কি কো দেখা তো এয়সা লাগা’র পর এক মাসের মধ্যে মুক্তি পাওয়া অনিল অভিনীত দ্বিতীয় ফিল্ম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাধুরী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ