Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাধুরী দীক্ষিত তার অলঙ্কারসম্ভার বিমুক্ত করলেন

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ভারতের শীর্ষস্থানীয় একটি গহনা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে অভিনেত্রী মাধুরী দীক্ষিত ‘টাইমলেস বাই মাধুরী দীক্ষিত’ নামের অলঙ্কারসম্ভার বিমুক্ত করেছেন।
অভিনেত্রীটি জানিয়েছেন, পিএন গাড়গিল নামের প্রতিষ্ঠানটির ‘মূল্যবোধ এবং বিশুদ্ধতা’র জন্যই তিনি এর সঙ্গে সংশ্লিষ্ট হয়েছেন।
“তারা ১৮৪ বছর ধরে এই শিল্পের সঙ্গে আছে। তাদের নীতি হলো ক্রেতাকেই অগ্রাধিকার দিতে হবে। তারা যে অলঙ্কার বানায় এবং যেমন কাজ করে তা সত্যিই প্রশংসার যোগ্য। তাদের পণ্যের মান খুব উন্নত। এসব কারণেই তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। এই লাইনের অধীনে আমরা ভিন্ন ধরনের অলঙ্কার তৈরি করব, নিশ্চিত করে এসব মানুষকে আকর্ষণ করবে,” মাধুরী বলেন।
মাধুরী প্রতিষ্ঠানটির একটি শোরুম উদ্বোধনে উপস্থিত ছিলেন। এ সময় তিনি তার নামে রাখা অলঙ্কার পরেই সেখানে পোজ দেন।
“আমার খুব ভালো লাগছে। পিএনজির সঙ্গে আমার সংশ্লিষ্টতা কয়েক বছর ধরে। তাই এটি আমার আনন্দের দিন,” মাধুরী বলেন। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিএন গাড়গিলের স্বত্বাধিকারী সৌরভ গাড়গিল।



 

Show all comments
  • sujon ৮ জুলাই, ২০১৬, ১১:২৬ এএম says : 0
    মাধুরী দীক্ষিত, আর কি বলবো? ওনার সাথে দেখা করতে পারলে পা ধরে সালাম করবো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাধুরী দীক্ষিত তার অলঙ্কারসম্ভার বিমুক্ত করলেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ