Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিভি রিয়েলিটি শোতে বিচারকের আসনে মাধুরী দীক্ষিত

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নাচ নিয়ে আন্তর্জাতিক রিয়েলিটি শো ‘সো ইউ থিংক ইউ ক্যান ড্যান্স’-এর অনুসরণে ভারতীয় টিভির জন্য অনুষ্ঠান নির্মাণের প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই এটি শুরু হবে। এর আগের খবরে প্রকাশ বলিউডের দুই অভিনেতা হৃতিক রোশন এবং বরুণ ধাওয়ান অনুষ্ঠানটিতে বিচারকের দায়িত্ব পালন করার জন্য যোগাযোগ করা হয়েছিল, তবে তারা সায় দেননি। একটি বিনোদন পোর্টাল সর্বশেষ জানিয়েছে ‘ধাক ধাক গার্ল’ নামে খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত তৃতীয় বিচারকের আসনে বসবেন।
বিনোদন পোর্টালের তথ্য অনুযায়ী এরই মধ্যে মাধুরী দীক্ষিত চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং এই মাসের শেষে রিয়েলিটি শোটির শুটিং শুরু হবে। মাধুরীর সঙ্গে বিচারকের দায়িত্বে থাকবেন কোরিওগ্রাফার টেরেন্স লুইস এবং বস্কো মার্টিস। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দুই টিভি অভিনয়শিল্পী মৌনি রায় এবং ঋত্বিক ধনাঞ্জনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি রিয়েলিটি শোতে বিচারকের আসনে মাধুরী দীক্ষিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ