Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ১২ লাখ ৬১ হাজার একর খাস জমি

সংসদে ভুমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

দেশে মোট ১২ লাখ ৬১ হাজার ৭৪০ দশমিক ৯০৪ একর খাস জমি রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
গতকাল রোববার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ও বিরোধী দলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সাম্প্রতিক ও চলমান জরিপে ১৩টি সেটেলমেন্ট জোনে এ পর্যন্ত মোট ১২ লাখ ৬১ হাজার ৭৪০ দশমিক ৯০৪ একর খাস জমি চিহ্নিত হয়েছে। ভ‚মিমন্ত্রী জানান, খাস জমি বন্দোবস্ত প্রদানের জন্য কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭ এবং অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৫ অনুসরণ করা হয়। গত অর্থ বছরে খাস জমি লিজ/বন্দোবস্ত দিয়ে ২৮৯ কোটি ৭৫ লাখ ৯ হাজার ২৪৩ দশমিক ২৮ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। তিনি জানান, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দেওয়ানী মামলায় নিষেধাজ্ঞা থাকায় ও লিজ গ্রহীতাগণ লিজ মানি পরিশোধ না করায় ১ কোটি ৩৯ লাখ পঞ্চান্ন হাজার ১০০ টাকা বকেয়া রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাস জমি

২২ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ