Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তিতাসে খাস জমি অবমুক্তির দাবিতে মানববন্ধন

কুমিল্লা উত্তর সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের দুধঘাটা মৌজার ১৫২ জেএল ২৭এ, ১ একর ১৪শতাংশ জলাশয় ভূমি কোটিপতির হাত থেকে অবমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে ওই এলাকার খেটে খাওয়া অর্ধশতাধিক পরিবার। গতকাল শনিবার সকালে তিতাস প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, দুধঘাটা গ্রামের আমেরিকা প্রবাসী মো. জাকির হোসেনগং তাদের স্থাবর-অস্থাবর সম্পতির তথ্য গোপন করে ভুমিহীন সেজে এলাকার ওই জলাশয়টি কৌশলে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদেরকে মোটা অংকের টাকার বিনিময়ে কৃষি জমি চাষ করার অনুমতি নিয়ে নেয় ওই ভূমিদস্যু। এদিকে রাতারাতি উক্ত জলাশয়টি বালু দিয়ে ভরাট করার ফলে নিটবর্তী নন্দিরচর গ্রামে নৌ-চলাচল ও পার্শ্ববর্তী গ্রামগুলোর পানি নিষ্কাশন বন্ধ হয়ে চরম দুর্ভোগের শিকার হয় ওই গ্রামগুলিতে বসবাসকারীরা।
এ বিষয়ে উক্ত জলাশয়টি ভূমি খেকোদের হাত থেকে অবমুক্ত করার দাবিতে এলাকাবাসীর পক্ষে কুমিল্লা জেলা প্রাশসক বরাবর একাধিকবার আবেদন করলেও রহস্যজনক কারণে কোন প্রতিকার পাওয়া যায়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাতেন, আব্দুল কাদির মুন্সি, মো. শাকিল মিয়া, মো. লিটন ভূইয়া ও ইকবাল হোসেনসহ অর্ধশতাধিক ভূক্তভোগি উপস্থিত ছিলেন।
মজিদপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, উক্ত ভূমিটি ১৯৭৯ সালে জাকির হোসেনের নামে ভূমি হীন হিসেবে বন্দোবস্ত নিয়েছে। বর্তমানে তাদের নামে বিএস পর্চাও হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ