রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বুড়িচংয়ে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার এবং তাদের বৈধ উত্তরাধিকারদের নিকট তাদের জীবন মান উন্নয়নে খাস জমি বন্দোবস্তু করা হয়েছে।
জানা যায়, দেশ মাতৃকার স্বাধীনতার অতন্দ্র প্রহরী বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়নে যে সমস্ত শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার অনেকটা কষ্টে দিনাতিপাত করছে তাদের মাঝে এবং তাদের বৈধ উত্তরাধিকারদের নিকট খাস জমি বিতরণ করা হয়েছে। যে সমস্ত মুক্তিযোদ্ধারা ৯ মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে বহি:শত্রুর কবল থেকে মুক্ত করেছে অথচ জায়গার অভাবে তাদের নিকটতম আত্মীয়ের সাথে মানবেতর জীবন যাপন করতে হতো ওই সমস্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের বৈধ উত্তরাধিকারদের মাঝে মাথাপিছু ৬/৭ শতক কৃষি খাস জমি বন্দোবস্তু দেয়া হয়েছে। বুড়িচং উপজেলার ৯ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২০ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার এবং তাদের বৈধ উত্তরাধিকারদের মাঝে ওই জমির দলিল পত্রাদি ও আনুষঙ্গিক কাগজ পত্রাদি তুলে দেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান ও বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস । এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান, ডেপুটি কমান্ডার বীরমুক্তিয্দ্ধোা মো. ফজর আলী সহ অন্যান্য মুক্তিযোদ্ধা গণ। এ ব্যাপারে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসানের সাথে জানতে চাইলে তিনি বলেন- যে সমস্ত মুক্তিযোদ্ধারা ৯ মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে বহি: শত্রুর কবল থেকে রক্ষা করেছে অথচ জায়গার অভাবে তাদের নিকটতম আত্মীয়ের সাথে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে এমনতর বিষয়টি আমরা বিগত অনেক দিন ধরে যাচাই করি। পরবর্তীতে ওই সমস্ত মুক্তিযোদ্ধাদের কৃতিত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেই মূলত কৃষি খাস ভূমি বন্দোবস্তু প্রদান করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।