Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি আহত ১৩

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:৫০ পিএম

গত শুক্রবার রাতভর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের ১৩ জন কর্মী আহত হয়। বিবাদমান দুই পক্ষ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন গ্রুপ ও উল্কা। এ দুটি গ্রুপ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। দু’পক্ষের কর্মীরা বর্তমান দু’টি হলে দেশীয় অস্ত্রসহ অবস্থান নিয়ে আছে বলে জানা যায়।
সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল নিশানকে নগরীর লালখান বাজার থেকে অপহরণ ও মারধর করা হয়। এর জেরে বিশ্ববিদ্যালয়ে তার অনুসারী উল্কা গ্রুপের কর্মীরা বিশ্ববিদ্যালয় মূলফটকের সামনে তালা দিয়ে আগুন লাগিয়ে বিক্ষোভ করে। এ ঘটনায় সিক্সটি নাইন গ্রুপের সিনিয়র কয়েকজন নেতা-কর্মীকে দোষারোপ করে।
বিক্ষোভ চলাকালে সিক্সটি নাইনের নেতা-কর্মীরা উল্কার নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে উল্কার পক্ষে এসে যোগ দেয় ভার্সিটি এক্সপ্রেস, একাকার, ও বাংলার মুখসহ আরও কয়েকটি সংগঠন। এ সময় পাঁচ রাউন্ড গুলি ও চারটি ককটেলের বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুই পক্ষই একে অপরকে ইট-পাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ করে। এছাড়া দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। পরে পুলিশ ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আজ শনিবার দুপুর ১টার দিকে সিক্সটি নাইন গ্রুপের এক কর্মী খাবার খেতে বের হলে উল্কা গ্রুপের কয়েকজন কর্মী ধাওয়া দেয়। পরে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতরা হলেন সাংবাদিকতা চতুর্থ বর্ষের ইশতিয়াক হোসাইন শামীম, পদার্থবিদ্যা চতুর্থ বর্ষের আনিস মাহমুদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অর্ণব ইসলাম, আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঈমাম উদ্দিন, লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদ ইসলাম, একই বিভাগ ও বর্ষের মো. মামুন ইসলাম, অ্যাকাউন্টিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষা বর্ষের মিলন মাহমুদ, লোকপ্রশান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সৌরভ তালুকদার, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের রাহুল সাহা, আন্তর্জাতিক স¤পর্ক বিভাগের ২০১১-১২ শিক্ষা বর্ষের সাইদুল ইসলাম, প্রথম বর্ষের শিক্ষার্থী অভয় দাশ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুব, একই বর্ষের সাদ্দাম হোসেন। আহতরা সবাই সিক্সটি নাইনের কর্মী। আহতদের মধ্যে ধ্রুব ও অর্ণবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান বলেন, আহতদের মধ্যে তিন জনের মাথায়, চোখে ও হাতে বেশি আঘাত থাকায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রেই চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের বিষয়ে ভিএক্স গ্রুপের নেতা মিজানুর রহমান বিপুল দৈনিক ইনকিলাবকে বলেন, গোলাম রসুল নিশান একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তাকে অপহরণ করে মারধর করা হয়। এর প্রতিবাদে বিক্ষোভের সময় সিএক্সটি নাইন গ্রুপের কর্মীরা বিনা উস্কানিতে আমাদের কর্মীদের উপর হামলা করে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করছি। সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন টিপু দৈনিক ইনকিলাবকে বলেন, নিশান ভাইয়ের সাথে যে ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। তবে নগরীর ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়কে একটি চক্র অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি প্রশাসনকে।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাংগীর বলেন, রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে তবে আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। পরবর্তীতে শনিবার দুপুরে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়াও ক্যা¤পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা কাজ করে যাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ