Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফরের মুক্তির দাবিতে মানববন্ধন

কেরানীগঞ্জ(ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:০৫ পিএম

ঢাকার কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু জাফরের মুক্তির দাবিতে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। কেরানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার(২৩ফেব্রুয়ারী) সকাল ১১টায় জিনজিরাস্থ প্রেসক্লাবের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনি.সহসভাপতি হাজী মোস্তফা কামাল,প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, হাজী সালাউদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মিন্টু, মোহাম্মদ রায়হান খান,সাংবাদিক ইকবলা হোসেন রতন, মো, ইউছুফ আলী, কালিম সান্টু, মো.আলমগীর হোসেন,রাকিব হোসেন, মিয়া আব্দুল হান্নান, জাহাঙ্গীর হোসেন ঝানু, এইচ এম আমীন, সাজ্জাদ হোসেন শেখ শামীম,লিটন মাহমুদ,ইমন, এরশাদ ও আরিফ প্রমুখ। এসময় মানব বন্ধন কর্মসুচী থেকে আবু জাফরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে(আইসটি) দায়ের করা মামলাটি দ্রুত প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানানো হয় । উল্লেখ্য গত বুধবার(১৯ফেব্রুয়ারী) দোহার থানায় দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু জাফরসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে(আইসটি) একটি মামলা হয়। এই মামলায় আবু জাফরকে ওই দিন দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরের দিন বুধবার দোহার থানা পুলিশ তাকে আদালতে প্রেরন করলে আদালত তার জামিন আবেদন না মুঞ্জুর করে তাকে কারাগারে প্রেরন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ