Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকবাজার ট্র্যাজেডিতে শোকাচ্ছন্ন অনন্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

চকবাজার ট্র্যাজেডিতে সারাদেশ শোকাচ্ছন্ন। সংস্কৃতি অঙ্গনের তারাকারাও তাদের নিজ নিজ অবস্থান থেকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল এ ঘটনায় অত্যন্ত শোকাচ্ছন্ন। তিনি তার এ শোক প্রকাশ করেছেন তার ভেরিফায়েড ফেসবুকে। তিনি লিখেছেন, বন্ধুগণ, আসসালামুআলাইকুম। আজ আমার মতো আপনারাও হয়তো শোকাহত। ভাষা শহীদের হারানোর দিনে দুটি শোকে আজ আমি অশ্রæসিক্ত। চকবাজারে ভয়াবহ অগ্নিকাÐে অসংখ্য প্রাণ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। যারা মৃত্যুবরণ করেছেন জন্য আমি মনের অন্তঃস্থল থেকে শোক প্রকাশ করছি, এবং আল্লাহর নিকট প্রার্থনা করছি, আল্লাহ যেন সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এর আগেও একই কারণে নিমতলীতে অসংখ্য মানুষকে প্রাণ দিতে হয়েছিল। আজও সেই একই কারণে আমরা তার চেয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হলাম। আবাসিকস্থানে বিপজ্জনক কেমিক্যালের গোডাউন আমাদের অংসখ্য প্রাণ কেড়ে নিচ্ছে। তবুও আমরা এতটুকুও সতর্ক হচ্ছি না। তাই আমি সাধারণ জনগণ ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তিনি যেন ঢাকাবাসীদের নিরাপত্তার জন্য এ সমস্ত বিপজ্জনক পদার্থ, বস্তুর গোডাউন ও দোকান নিরাপদ স্থানে স্থানান্তর করার সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতি দ্রæত নির্দেশ প্রদান করেন। এ ধরনের দুর্ঘটনায় আর কারো যেন মৃত্যু না হয়, এই কামনা করছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনন্ত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ