পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সউদী সরকার পাকিস্তানের জন্য হজ কোটা বৃদ্ধি করেছে। ফলে পাকিস্তানের কোটা বৃদ্ধি পেয়ে হয়েছে ২ লাখ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বুধবার রাষ্ট্র পরিচালিত পিটিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাতকারে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, সউদী পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইর এই বার্তাটি টেলিফোন কথোপকথনের সময় তাকে জানিয়েছিলেন। কুরেশি বলেন, ‘সরকার ও জনগণ এই প্রশংসনীয় পদক্ষেপের জন্য সউদী সরকারের প্রতি কৃতজ্ঞ।’ এই সিদ্ধান্তটি ধর্ম বিষয়ক মন্ত্রী নুরুল হক কাদরিকেও জানানো হয়েছে বলে তিনি জানান। এদিকে, সউদী কর্তৃপক্ষ ‘রোড টু মক্কা’ প্রকল্পে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করেছে। এর ফলে পাক হজযাত্রীরা তাদের ইমিগ্রেশনের কাজ পাকিস্তানেই শেষ করতে পারবেন। ফলে সউদীতে তাদের আর কোন ঝামেলা পোহাতে হবে না। এই সেবাটি হজযাত্রীদের ইমিগ্রেশনের জন্য অগ্রিম ছাড়পত্র দেবে। পাকিস্তান ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।