মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হোদা মুথানা নামের যে নারী আইএসে যোগ দিতে যুক্তরাষ্ট্র ছেড়েছিলেন তাকে আর ফিরতে দেওয়া হবে না। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় এ কথা বলেন। টুইটারে ট্রাম্প জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে নির্দেশ দিয়েছেন যেন হোদা মুথানাকে আর যুক্তরাষ্ট্রে ফিরতে অনুমতি দেওয়া না হয়। এর আগে মাইক পম্পেও জানান, ২৪ বছর বয়সি মুথানা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন না এবং তাকে দেশটিতে প্রবেশও করতে দেওয়া হবে না। তবে মুথানার পরিবার ও আইনজীবী জানিয়েছেন, মুথানার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। মুথানা যুক্তরাষ্ট্রের আলাবামায় বড় হয়েছেন। ২০ বছর বয়সে তিনি আইএসে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে সিরিয়ায় পাড়ি জমান। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।