Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হতাহতের পরিবারকে প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হবে: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫০ এএম | আপডেট : ১২:০৭ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০১৯
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চকবাজারের অগ্নিকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, হতাহতের পরিবারকে প্রয়োজনীয় মানবিক সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। 
 
আজ বৃহস্পতিবার সকালে চকবাজারে ঘটনাস্থলে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। 
 
তিনি আরও বলেন, এ ঘটনার পর সরকার কোনো আলস্য করেনি। পুরান ঢাকায় রাস্তা সরু, মানুষের ঘিঞ্জি পরিবেশের কারণে সঠিকভাবে যান চলাচল করতে পারে না। এখানে প্রচুর কেমিক্যাল ছিল। এ ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও সতর্ক থাকবো, আরও মনোযোগী হব। 
 
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


 

Show all comments
  • করিম ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩০ পিএম says : 0
    ১০হাজার দিযে বলবেন বি ত্রন পি জামাতে মনে হয আগুন লাগিযেছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ