Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হিংসা ছড়াচ্ছে ওরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

পুলওয়ামাকান্ডেরর পর থেকেই ঘটনা পরম্পরা নিয়ে বিজেপিকে আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয়তাবাদের জিগির তুলে ফায়গা লোটার চেষ্টা করছে বিজেপি, এমনও অভিযোগ করেছেন তিনি। এবার নাম না করে বিজেপিকে আরও একবার আক্রমণ করলেন তিনি। 

বুধবার দুপুরে ট্যুইট করে তিনি লেখেন, ‘এক শ্রেণির রাজনৈতিক গোষ্ঠী ও সাংবিধানিক পদে থাকা নেতারা বিপজ্জনক বিবৃতি দিচ্ছেন,উস্কানিমূলক মন্তব্য করে হিংসা ছড়াচ্ছেন সেই কারণে দেশজুড়ে ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ছে ও মানুষের মধ্যে হিংসা বাড়ছে । সংবাদমাধ্যমকেও ছাড় দেয়া হচ্ছে না। এটা ঘৃণার রাজনীতি ও এটা খুব লজ্জাজনক রাজনীতি।’
বস্তুত পুলওয়ামা কাÐের পর থেকেই দেশ তথা এ রাজ্যেও নানা ধরনের গুজব ছড়াচ্ছে। ফেসবুক পোস্ট নিয়েও বাড়িতে ভাঙচুর চলছে, দিকেদিকে চলছে হুমকি। ফলে সাধারণ মানুষের মধ্যেও ভীতির সঞ্চার হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিংসা

২১ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ