বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের পাঁচটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের কোন প্রতিদ্ব›দ্বী নেই। তারা সবাই নির্বাচিত হতে যাচ্ছেন বিনা প্রতিদ্ব›িদ্বতায়। এ পাঁচটি উপজেলাতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রামের সাত উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ৩৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, সাত উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে একজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হচ্ছেন। এরমধ্যে স›দ্বীপে মো. শাহাজাহান, সীতাকুÐে এসএম আল মামুন, রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান চৌধুরী, মীরসরাইয়ে মো. জসিম উদ্দিন, রাউজানে একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল একক প্রার্থী। তাদের কোন প্রতিদ্ব›িদ্ব না থাকায় এসব উপজেলায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে রাউজানে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মীরসরাই ও রাউজানে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হচ্ছেন। তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রæয়ারি। ২৭ ফেব্রæয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৮ মার্চ এসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।