বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর সনদ স্থগিতসহ ১৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সনদ স্থগিত হয়েছে মোঃ জামশেদুল কবির ও মোঃ আনোয়ার হোসেনের। ছাত্রত্ব বাতিল হয়েছে মোঃ মাঈন নেওয়াজের। এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন সৈয়দ ফাহিম জাফরী, মোশারফ হোসেন সিকদার, এইচ এম হাসানুজ্জামান, মিজানুর রহমান ফকির, মোঃ সাব্বির হোসেন এবং ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছেন মোঃ ইমরান নাজির ইমন, জিয়াউল হক মজুমদার, দ্বীপায়ন দেব, মোঃ সাবিরুল ইসলাম, অর্ণব বড়ুয়া, জুবায়ের আহমদ ও মোঃ মামুনুর রশিদ। এছাড়া সামিয়ক বহিষ্কার হয়েছেন মোহাম্মদ আসফার হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।