বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মঙ্গলবার মাওলানা শাদ অনুসারিদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচেছ এবারের ৫৪ তম বিশ্ব ইজতেমার আসর। এর আগে গত ১৫ ও ১৬ ফ্রেবুয়ারির যোবায়ের অনুসারিদের ২ দিন ব্যাপি ইজতেমা শেষে আখেরি মোনাজাত অনুষঠিত হয়।
ইজতেমায় আগত একাধিক মুসুল্লি জানান,আমরা কারো অনুসারি নই আমরা কেবল আল্লাহ অনুসারি। এই বিশ্ব ইজতেমা নিয়ে আমাদের মধ্যে কোন প্রকার মতবেদ নেই।
গত পবে ইজতেমা ময়দানে জায়গা না হওয়ায়
আমরা এ পব এসেছি। তারা আরো জানায়, এই বিশ্ব ইজতেমা নিয়ে যারা মতবেদ সৃষ্টি করেছে তাদের ইমান দুবল। এর আগে ইজতেমা নিয়ে যারা একে অপরের রক্ত জড়িয়েছে তারা কোন ভাবেই আল্লাহরর অনুসারি হতে পারে না ।
এক মুসলমান অন্য মুসলমান ভাইয়ের রক্ত জরানোই প্রমান করে তাদের ঈমান দুবল। আমরা যারা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি এই বিশ্ব ইজতেমা নিয়ে আমাদের মধ্যে কোন প্রকার মত বিরোধ থাকা উচিত নয়।
তারা আরো বলেন, আমরা মাওলানা যোবায়ের ও মাওলা শাদ অনুসারি নই, আমরা কেবল আল্লাহর অনুসারি ।
এত বছর ধরে চলে আসা মুসলমানদের এই বিশ্ব ইজতেমা নিয়ে আর যেন কোন প্রকার বিরোধ না হয় এ ব্যাপারে ইজতেমা আয়োজকদের নিকট জোর দাবি জানিয়েছেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।