Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসী হামলায় জমিয়াতুল মোদার্রেছীন নেতা আহত

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের লক্ষ্মীপুর জেলা সাংগঠনিক সম্পাদক, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাস্থ খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদরাসার সুপার এবং লক্ষ্মীপুর থেকে প্রকাশিত মাসিক উপকুল সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মাওলানা মুরাদ হাসান সন্ত্রাসী হামলায় মারাত্বক আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর থেকে নিজ বাড়ি যাওয়ার পথে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সের পূর্ব গেটের সামনে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে ৬/৭ জন মুখোশপরা সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা চালায় এবং সাথে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মাওলানা মুরাদ হাসান জানান, বৃহস্পতিবার বিকেলে ০১৮৭৮২২৬২৩৭ নম্বর থেকে আমাকে ফোন দিয়ে জরুরী সাক্ষাতের কথা বলে কোথায় আছি জেনে নেয়। আমার বিশ্বাস উক্ত নম্বরের লোকটি ঘটনার সাথে জড়িত। থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাসী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ