মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগান যুদ্ধে তালেবান জয়ী হয়েছে বলে দাবি করেছেন অবসরপ্রাপ্ত মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল ডন বলডাক। আফগানিস্তানে নিজের ৬৯ জন সৈন্যকে নিহত হতে দেখা এই জেনারেল বলেছেন, আমরা এখনো তা মেনে নিতে পারছি না।
শুক্রবার ইয়াহু নিউজকে এমনটাই বলেছেন বলডাক। তিনি বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে পরাজয় বরণ করার বাস্তবতাটি হজম করা যুদ্ধে তার সাথে লড়াই করা মার্কিন সৈন্যদের জন্য হবে ‘তিক্ত বড়ি।’
তিনি বলেন, এসব সৈন্যকে যা করতে বলা হয়েছে, তারা তা করেছে। তারা তাদের টিমমেটদের পঙ্গু হতে দেখেছে, নিহত হতে দেখেছে। এর কারণ হলো আমাদের নীতিনির্ধারক ও আমাদের সিনিয়র সামরিক নেতৃত্বের ব্যর্থতা। অবসরপ্রাপ্ত স্পেশাল ফোর্সের এই অফিসার বলেন, খারাপ নীতি ও কৌশলের বলি হয়ে ৫ বছরে তার অধীনস্ত ৬৯ সৈন্য নিহত হয়েছে।
২০০৮ থেকে ২০০৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত আফগানিস্তানে ১০১তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডারের দায়িত্ব পালনকারী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেফ স্কলাসের বলেন, আমি সেখানে ১৮৪ জন সৈন্য হারিয়েছি।
ইয়াহু উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্র যদিও মনে করছে, তারা ২০০১ সালে তালেবানকে হারিয়েছিল, কিন্তু তখনো তারা তালেবানকে তাদের শর্ত মেনে নিতে বাধ্য করতে পারেনি। কিন্তু এখন তারা তালেবানের শর্ত মেনে নিচ্ছে।
বলডাক বলেন, বিমানবাহিনী ছাড়া আফগান সামরিক বাহিনী জয়ী হতে পারবে না। তাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য আমাদের সৈন্যরা পেছন থেকে ধাক্কা দেয়। আফগান বিমান বাহিনী শুক্রবার তিন তালেবান সদস্যকে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে তালেবানের গোয়েন্দাপ্রধান মোল্লা আহমদও রয়েছেন বলে স্পুটনিক খবর প্রকাশ করেছে। আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে হামলার পরিকল্পনা করেছিলেন বলে ধারণা করা হয়ে থাকে। চলতি সপ্তাহে মস্কোতে তালেবান ও রুশ কর্মকর্তারা শান্তি আলোচনায় বসেছিল।
এদিকে দোহায় তালেবানের রাজনৈতিক অফিসের উপপ্রধান আবদুস সালাম হানাফি জানিয়েছেন, আমেরিকানরা তাদেরকে বলেছে যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আফগানিস্তান থেকে অর্ধেক মার্কিন সৈন্য প্রত্যহার করা হবে। তিনি আবারো জোর দিয়ে বলেন, কোনো বিদেশী সৈন্য আফগানিস্তানে থাকতে পারবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।