রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভোলায় এলজিইডির সিসিআরআইপি প্রকল্পের সাইট হস্তান্তর, কর্ম-পরিকল্পনা, নির্মাণ পদ্ধতি, তদারকি, কাজের অগ্রগতি ও কাজের গুনগতমান নিয়ন্ত্রন নিয়ে ঠিকাদার ও প্রকৌশলীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গতকাল সকাল ১০টায় নির্বাহী প্রকৌশলী এলজিইডি ভোলা-এর সভাকক্ষে নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ সভা হয়। সভায় সিসিআরআইপি প্রকল্পের কাজের সাইট হস্তান্তর, কর্ম-পরিকল্পনা, নির্মাণ পদ্ধতি, তদারকি, কাজের অগ্রগতি ও কাজের গুনগতমান নিয়ন্ত্রণ নিয়ে ঠিকাদার ও প্রকৌশলীদের নিয়ে ব্যাবস্থাপনা সভায় বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, সংশ্লিষ্ট প্রকল্পের বরিশাল আঞ্চলিক সিনিয়র প্রকৌশলী মো. রহমত ই খুদা, উক্ত প্রকল্পের বরিশাল আঞ্চলিক আবাসিক প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান, প্রকৌশল কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আবদুস সালাম।
সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী সুমন মুন্সি, ভোলা সদর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, দৌলতখান উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন, লালমোহন উপজেলা প্রকৌশলী এমএম আলী রেজা রাজু, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ঠিকাদার মো. ছায়েম, ইউনুছ আল মামুন, লেলিন, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের সহকারী প্রকৌশলী উপ-সহকারী প্রকৌশলী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।