মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচী অটুট আছে এবং কোনো সামরিক আঘাতে এসব সক্ষমতা যেন ধ্বংস না হয় তা নিশ্চিত করতে দেশটি কাজ করছে বলে জাতিসংঘের পর্যবেক্ষদের এক গোপন প্রতিবেদনে দেখা গেছে। জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটির কাছে এ প্রতিবেদন পাঠানো হয়েছে। সোমবার রয়টার্স প্রতিবেদনটি দেখেছে বলে খবর দিয়েছে। চলতি মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের কথা রয়েছে; দুই নেতার দ্বিতীয় এই বৈঠকের আগে নিরাপত্তা পরিষদে ওই প্রতিবেদনটি পেশ করা হয়েছে। এর আগে ২০১৮ সালের জুনে সিঙ্গাপুরে এ দুই নেতার মধ্যে প্রথম বৈঠকে কিম পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। উত্তর কোরিয়ার সঙ্গে তার লেনদেনে ‘অসাধারণ অগ্রগতি’ হয়েছে বলে ট্রাম্প যখন দাবি করছেন, তখন জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, “শনাক্ত করা অল্প সংখ্যাক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সংযোজন ও নির্মাণ স্থাপনাগুলোতে ‘ধ্বংসাত্মক হামলার’ আওতা থেকে রক্ষার লক্ষ্য নিয়ে পিয়ংইয়ং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংযোজন ও পরীক্ষার জন্য বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনাগুলো ব্যবহার করছে।” প্রতিবেদনে আরও বলা হয়েছে, “ডিপিআরকে তার সংযোজন, গুদাম ও পরীক্ষার স্থানগুলো বিস্তৃত স্থানে ছড়িয়ে দিচ্ছে এমন প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রমাণ পাওয়া গেছে।” প্রতিবেদনে উত্তর কোরিয়ার দাপ্তরিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সংক্ষিপ্ত রূপ ডিপিআরকে ব্যবহার করা হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।