বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘরে বাইরে পুরুষ নির্যাতন হচ্ছে দাবি করে পুরুষ নির্যাতন আইন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশন (বিএমআরএফ)। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন এ দাবি জানানো হয়। সংগঠনের মহাসচিব প্রকৌশলী ফারুক শাজেদ শুভর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম ও বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশেদুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যাণে যেভাবে আইন করেছেন, সেভাবে পুরুষদের কল্যাণেও যাতে আইন তৈরির উদ্যোগ নিন। নির্যাতন ও যৌতুকের মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করে ঘরে ও বাইরে পুরুষদের নির্যাতন করা হচ্ছে। পুরুষদের নির্যাতন থেকে সুরক্ষা দেবার মতো আইন না থাকায় দিন দিন পুরুষ নির্যাতন বাড়ছে। তাই পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন করা সময়ের দাবি।
মানববন্ধনে বক্তারা চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যায় প্ররোচনাকারী স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ডির্ভোসের পর কেন যৌতুক ও নির্যাতনের মামলা হচ্ছে তা খতিয়ে দেখারও আহ্বান জানান তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।