Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ড প্রবাসী শিল্পী রুবাইয়েত জাহান এখন বাংলাদেশে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

যুক্তরাজ্যের প্রবাসী জনপ্রিয় সংগীত শিল্পী রুবাইয়েত জাহান ও লন্ডনের গায়ক ও কম্পোজার রাজা কাসিফ এখন বাংলাদেশে। দেশে তারা দুই সপ্তাহ থাকবেন। এসময় তারা সঙ্গীত নিয়ে কয়েকটি অনুষ্ঠান করবেন। রুবাইয়েত জাহান জানান, অনেকদিন পর দেশে এসেছি, দেশের সঙ্গীত নিয়েও কিছু কাজ করবো। লন্ডনের জনপ্রিয় গায়ক ও কম্পোজার রাজা কাসিফ সঙ্গে আছেন। তিনিও আমার সাথে বাংলাগান নিয়ে কাজ করেন লন্ডনে। ইংল্যান্ড প্রবাসী রুবাইয়াত জাহান পপ সংগীতসহ নানা ধরনের গান করে থাকেন। বাংলার বাইরে ইংরেজী, উর্দু, হিন্দিতেও তার গানের উল্লেখযোগ্য সংখ্যক দর্শক রয়েছে। এছাড়া ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে তার গায়কীর বেশ কদর রয়েছে। প্রবাসে থেকেও দেশের জন্য গান করেছেন তিনি। হাবিবুল ইসলাম হাবিবের চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’তে ‘আমি সুন্দরী মেয়ে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি কম্পোজ করেছেন লন্ডনের গায়ক ও কম্পোজার রাজা কাসিফ, কথা লিখেছেন ‘রাত্রির যাত্রী’ পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, গানটি লন্ডনের হাই-স্ট্রিট স্টুডিওতে রেকর্ডিং হয়। উল্লেখ্য, যুক্তরাজ্যের প্রবাসী সংগীত শিল্পী রুবাইয়েত জাহানের জন্ম চট্টগ্রামে। শৈশব-কৈশোরে তিনি বেড়ে উঠেছেন বাংলাদেশের বিভিন্ন জেলায়। মায়ের আগ্রহে ছোটবেলা থেকে তালিম নিয়েছেন অনেকে বিখ্যাত সংগীতজ্ঞের কাছে। এ্যান্ড্রু কিশোর, বাপ্পী লাহিড়ী ও কুমার শানুর মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ডুয়েট গান করার অভিজ্ঞতা রয়েছে তার। হিন্দি চলচ্চিত্রের প্রডিউসার ঋষি রিচের একটি হিন্দি গান করেন তিনি। গানের শিরোনাম ‘মেরে পারদেশি বাবু’। কিছু দিন আগে ‘মনে পড়ে রুবি রায়’ নামে বাংলা গানের অ্যালবাম বের হয়। রুবাইয়েত জাহান ইংল্যান্ডে পেশাদার শিল্পী হিসেবে কাজ করছেন। সেখানের বাংলা চ্যানেলগুলোতে নিয়মিত পারফর্ম করছেন তিনি। এ ছাড়াও প্রেজেন্টার হিসেবে কাজ করছেন ইউকের বিভিন্ন চ্যানেলে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ