প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মীরাক্কেলখ্যাত ভারতীয় জনপ্রিয় উপস্থাপক ও কৌতুক অভিনেতা মীর আফসার আলী সম্প্রতি তার দলবল নিয়ে বাংলাদেশে এসেছেন। তার আগমনের উদ্দেশ্য হচ্ছে, নিজের ইউটিউব চ্যানেল ‘ফুডকা’য় বাংলাদেশের খাবার নিয়ে রিভিউ করা। ইতোমধ্যে বিনা দাওয়াতে একটি বিয়ে অনুষ্ঠানে ঢুকে পড়েছেন মীর। গত শুক্রবার ঢাকায় এসেই ফুড রিভিউ করতে করতে ধানমন্ডিতে আয়োজিত এক বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়েন মীর। সেই বিয়ের ছবি মীর শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে। পরেরদিন সারাদিন তিনি মাওয়া ফেরীঘাটে সময় কাটান। সেখানে খাবার নিয়ে ভিডিও রিভিউ করনে। গত রোববার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঘুরে বেড়ান। বিশ্বদ্যিালয়ে যেসব খাবার পাওয়া যায় তা নিয়ে ভিডিও রিভিউ করেছেন। ঢাকা ছাড়াও বাংলাদেশের আরও বেশ কিছু শহরে যাবেন তিনি। সেখানের খাবারের রিভিউ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।