Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি : রাশিয়া

আইএনএফ থেকে নিজেকে প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে করা ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস-আইএনএফ চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়ে মস্কো বলছে, যুক্তি না শোনা ও সমঝোতায় না আসা প্রমাণ করে যুক্তরাষ্ট্র আগেই এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এ ঘোষণার পর রাশিয়া যদি যুক্তরাষ্ট্রকে চুক্তিতে না ফিরিয়ে আনে, তবে ১৮০ দিন পর ওই চুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, কোনো ধরনের অনুশোচনা ছাড়াই রাশিয়া অনেক বছর ধরে আইএনএফ চুক্তির শর্ত লঙ্ঘন করে আসছে। তাদের এ লঙ্ঘন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষকে হুমকির মুখে ফেলেছে। আমাদের দায়িত্ব, দ্রæত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যুক্তরাষ্ট্রকে ওই চুক্তিতে রাখার সম্মতি আদায়ের জন্য রাশিয়াকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনো কারণ ছাড়াই বছরের পর বছর রাশিয়া এই চুক্তি লঙ্ঘন করেছে। অভিযোগ অস্বীকার করে রাশিয়ার বলছে, কোনো ধরনের যুক্তি ও আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের এমন সিদ্ধান্ত বৈশ্বিক নিরাপত্তার জন্য চরম হুমকি ডেকে আনবে বলে জানান রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, অবশেষে তারা নাটকের ইতি টানলো। আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণের যেসব ব্যবস্থা ছিল একে একে সেগুলো লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া কখনোই চায় না, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে যাক। অথচ তারা নিজেদের মতো যা খুশি তাই করছে। স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপের শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্বাক্ষরিত ওই চুক্তি। দ্বি-পাক্ষিক এই চুক্তি থেকে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার কারণে অঞ্চলটিতে নিরাপত্তা শঙ্কা তৈরি হবে বলে মত বিশ্লেষকরদের। আগামী ছয় মাসের মধ্যে চুক্তি রক্ষায় উভয় পক্ষ গঠনমূলক আলোচনায় এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে জার্মানি। পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা বন্ধে ১৯৮৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্ভাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মধ্যে আইএনএফ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী, দুই দেশের স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ করা হয়েছিল। তবে গত বছর রাশিয়ার বিরুদ্ধে চুক্তিটির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে তা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ