Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিতের পর স›দ্বীপের বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম


আরব আমিরাত সফরটি দু’হাত ভরে দিচ্ছে নেপাল ক্রিকেট দলকে। সফরটি যেন হয়ে দাঁড়িযেছে অনন্য সব অর্জনের। প্রথম ওয়ানডে সিরিজ জয়, দেশের ইতিহাসের প্রথম সেঞ্চুরি পাওয়া, বিশ্বরেকর্ড গড়ে হাফসেঞ্চুরি করার পর টি-টোয়েন্টি সিরিজেও আরেকটি বিশ্বরেকর্ডের দেখা পেল নেপাল।

গত শনিবার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইতিহাসের কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছিলেন রোহিত পাওডেল। ১৬ বছর ১৪৬ দিন বয়সে ৫৮ বলে ৫৫ রানের এক ইনিংস খেলে ভেঙেছিলেন শচিন টেন্ডুলকারের ১৬ বছর ২১৩ বয়সে করা হাফসেঞ্চুরির রেকর্ড। এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও ঠিক একই রেকর্ড গড়েছেন নেপালের আরেক তরুণ স›দ্বীপ জরা। বৃহস্পতিবার আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে মাত্র ১৭ বছর ১০৩ দিন বয়সে হাফসেঞ্চুরি করে ৪৬ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন স›দ্বীপ।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে ফিফটির রেকর্ড রয়েছে মাত্র তিনটি। ২০১০ সালে কানাডার হিরাল প্যাটেল এবং ২০১৫ সালে আফগানিস্তানের উসমান গানির পর এই কীর্তি গড়লেন স›দ্বীপ। এছাড়া ম্যাচটি ছিলো স›দ্বীপের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। অভিষেক টি-টোয়েন্টি ম্যাচে ফিফটি করা ২০তম ব্যাটসম্যান তিনি। এ তালিকায় রয়েছেন রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার, গ্রায়েম স্মিথদের মতো তারকা ব্যাটসম্যানরা।
অবশ্য অপরাজিত ফিফটি করেও দলকে জেতাতে পারেননি স›দ্বীপ। আমিরাতের করা ১৫৩ রানের জবাবে তার অপরাজিত ৫৩ রানের ইনিংসের পরেও ১৩২ রানের বেশি করতে পারেনি নেপাল। ফলে ২১ রানে হারতে হয়েছে ম্যাচটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বরেকর্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ