Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

৫২ দেশে একা বিমান চালিয়ে কিশোরের বিশ্বরেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

মাত্র ১৭ বছর বয়সে একা প্লেন চালিয়ে বিশ্ব ঘুরে গিনেস রেকর্ড করেছে বেলজিয়ান-ব্রিটিশ কিশোর ম্যাক রাদারফোর্ড। গত বুধবার সে বুলগেরিয়ায় প্লেন নিয়ে অবতরণ করে। চলতি বছরের ২৩ মার্চ সেখান থেকেই শুরু হয়েছিল বিশ্বভ্রমণ। এরপর পাঁচ মহাদেশের ৫২টি দেশে ঘুরে বেরিয়েছে ম্যাক। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, দুটো রেকর্ড করেছে ম্যাক। একটি হলো সবচেয়ে কম বয়সে একা প্লেন চালিয়ে বিশ্ব ঘোরার রেকর্ড। অন্যটি খুবই হালকা প্লেন নিয়ে ঘোরার রেকর্ড। আগে এই রেকর্ডের মালিক ছিলেন ম্যাকের বোন জারা। তিনি ১৯ বছর বয়সে ওই রেকর্ড করেন। আর বয়সের রেকর্ডটি ছিল আরেক ব্রিটিশ তরুণ ট্র্যাভিস লুডলোর। গত বছর ১৮ বছর বয়সে তিনি রেকর্ডটি করেছিলেন। ম্যাক বলে, ‘এই সফরের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি যে চাইলে তরুণরা পার্থক্য গড়তে পারে। বিশেষ কিছু করার জন্য আপনাকে ১৮ বছর হতে হবে না। শুধু আপনার স্বপ্নগুলো অনুসরণ করতে হবে। তাহলেই সেগুলো সত্যি হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৫২ দেশে একা বিমান চালিয়ে কিশোরের বিশ্বরেকর্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ