Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্প্যানিশ কাপের সেমি-ফাইনালে বার্সা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ১০:১০ এএম

প্রথম লেগে হারের ধাক্কা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো বার্সেলোনা। সেভিয়াকে উড়িয়ে কোপা দেল রের সেমি-ফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়নরা।
কাম্প নউয়ে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বের ম্যাচটি ৬-১ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৬-৩ ব্যবধানে। গত সপ্তাহে প্রথম পর্বে ঘরের মাঠে ২-০ গোলে জিতেছিল সেভিয়া।

দুই গোলে পিছিয়ে থেকে মাঠে নামা বার্সেলোনার শুরুটা হয় দারুণ। ত্রয়োদশ মিনিটে ফিলিপে কৌতিনিয়োর স্পট কিকে এগিয়ে যায় তারা। লিওনেল মেসি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
২৪তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার রোকি মেসাকে ডি-বক্সে ডিফেন্ডার জেরার্দ পিকে ফাউল করলে পেনাল্টি পায় সেভিয়া। তবে এভার বানেগার স্পট কিক বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বার্সেলোনার দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ইয়াসপের সিলেসেন।
৩১তম মিনিটে ইভান রাকিতিচের গোলে দুই লেগ মিলিয়ে ২-২এ সমতায় ফেরে বার্সেলোনা। আর্থারের বাড়ানো বলে ছুটে এসে আলতো একটা টোকা দেন ক্রোয়াট মিডফিল্ডার, আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল খুঁজে পায় ঠিকানা।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কৌতিনিয়ো। পরের মিনিটেই মেসির পাস পেয়ে দলের চতুর্থ গোলটি করেন সের্হিও রবের্তো। দুই লেগ মিলিয়ে ৪-২এ এগিয়ে যায় বার্সেলোনা।
৬৭তম মিনিটে এভার বানেগার পাস পেয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ডিফেন্ডার গিলের্মো আরানা। ঘুরে দাঁড়ানোর আশা জাড়ে সেভিয়া শিবিরে। তবে বাকি সময়ে তেমন কিছুই হয়নি। উল্টো শেষ দিকে আরও দুবার জালে বল জড়িয়ে বড় ব্যবধানের জয় নিয়ে লক্ষ্যে পা রাখে বার্সেলোনা।
৮৯তম মিনিটে বাঁ দিক থেকে জর্দি আলবার দারুণ ক্রসে টোকা দিয়ে পঞ্চম গোলটি করেন লুইস সুয়ারেস। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দারুণ পাসিং ফুটবলের পসরা সাজিয়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেসি। ডি-বক্সে আলবার পাস পেয়ে এক জনকে কাটিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন বার্সেলোনা অধিনায়ক।

দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে শেষ চারে উঠেছে রিয়াল বেতিস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সেলোনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ